আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং, ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন, বিশ্বজুড়ে ছড়াচ্ছে দ্রুতগতিতে

অনলাইন ডেস্ক :
সম্প্রতি আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার পর গত কয়েক দিনে বিশ্বের অনেক দেশে বিস্তার ঘটিয়েছে করোনার নতুন ধরন ওমিক্রন। গতকাল রোববার নতুন করে নেদারল্যান্ডস, ডেনমার্ক ও অস্ট্রেলিয়ায় ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। করোনার এ ধরনের বিস্তার ঠেকাতে অনেক দেশ সীমান্ত বন্ধ করে দিয়ে আবার ভ্রমণের নিষেধাজ্ঞা জারি করেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ওমিক্রনকে করোনার ‘উদ্বেগজনক ধরন’ বলে আখ্যায়িত করেছে। তবে সংস্থাটি বলেছে, করোনার নতুন এ ধরন অন্যান্য ধরনের তুলনায় বেশি সংক্রামক বা এ ধরনের সংক্রমণে রোগীর অবস্থা আরও বেশি গুরুতর হয় কি না, সেটা এখনো জানা যায়নি।
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি গতকাল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বলেন, ওমিক্রনের সংক্রমণ ক্ষমতা ও অন্য বৈশিষ্ট্য নিয়ে স্পষ্ট হতে এবং বিশ্বাসযোগ্য তথ্য পাওয়ার জন্য আরও আনুমানিক দুই সপ্তাহ সময় লাগবে।
ডব্লিউএইচও জানিয়েছে, প্রাথমিক তথ্য-উপাত্ত অনুসারে, দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি হওয়ার হার বাড়ছে। ধারণা করা হচ্ছে, সার্বিক সংক্রমণ বেড়ে যাওয়ায় হাসপাতালে ভর্তির হার বাড়ছে। ওমিক্রনের ভয়াবহতা বোঝার জন্য কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে।

ওমিক্রন শনাক্ত হওয়ায় বিশ্বজুড়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এসব শঙ্কার মধ্যে রয়েছে ওমিক্রনের বিরুদ্ধে টিকা কার্যকর কি না। দুই বছর ধরে এ মহামারির প্রকোপের পর সম্প্রতি সচল হওয়া অর্থনীতিক কার্যক্রমকে আবার অচল করে দিতে পারে—এমন আশঙ্কা থেকে বিশ্বের বিভিন্ন দেশ নতুন করে ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করছে।
ডব্লিউএইচও বলেছে, কোভিড-১৯ ঠেকাতে টিকাসহ অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার ওপর সম্ভাব্য প্রভাব বুঝতে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে তারা।
যুক্তরাজ্য বলেছে, বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ সোমবার জি-৭ দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রীদের নিয়ে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

এদিকে গত শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডসের আমস্টারডামে যাওয়া ছয় শতাধিক যাত্রীর ১৩ জনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে ডাচ্‌ ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ। দুটি ফ্লাইটে তাঁরা নেদারল্যান্ডসে এসেছেন। ওই দুই ফ্লাইটের মোট ৬১ জন যাত্রীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী হিউগো ডি জঙ্গে জানান, সম্ভবত আরও অনেকেই আক্রান্ত হয়েছেন, এ সংখ্যাটা তার মধ্যে সামান্য একটু অংশ।গত সপ্তাহে ওমিক্রনকে ‘উদ্বেগজনক ধরন’ বলে আখ্যায়িত করেছে ডব্লিউএইচও। ধারণা করা হচ্ছে, আগের ধরনগুলোর চেয়ে এটি বেশি সংক্রামক। ইতিমধ্যে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, বতসোয়ানা, ব্রিটেন, ডেনমার্ক, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, নেদারল্যান্ডস, ফ্রান্স, কানাডা ও দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়েছে।
ওমিক্রনের বিস্তার ঠেকাতে অনেক দেশ আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় দেশগুলোর ওপর ভ্রমণের নিষেধাজ্ঞা অথবা বিভিন্ন বিধিনিষেধ জারি করছে। ওমিক্রন নিয়ে এমন উদ্বেগের মধ্যে শুক্রবার বিশ্বের আর্থিক বাজারগুলোতে দরপতন হয়েছে এবং একই সঙ্গে জ্বালানি তেলের মূল্য পড়ে গেছে।

করোনার নতুন ধরনে প্রথম আক্রান্ত বলে সন্দেহভাজনদের একজন দক্ষিণ আফ্রিকার এক চিকিৎসক গতকাল জানান, এখন পর্যন্ত ওমিক্রনের যেসব উপসর্গ দেখা দিয়েছে সেগুলো মৃদু এবং হয়তো বাসায় থেকেই এর চিকিৎসা নেওয়া যেতে পারে।
দেশটির চিকিৎসকদের জাতীয় সংগঠন দক্ষিণ আফ্রিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রধান অ্যাঞ্জেলি কোয়েটজি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিরা স্বাদ ও গন্ধ না পাওয়ার ব্যাপারে কিছু বলেননি। এ ছাড়া আক্রান্ত ব্যক্তিদের দেহে অক্সিজেনের মাত্রায় বড় ধরনের কোনো অবনমন ঘটেনি।

ফেসবুকে লাইক দিন