ভোলায় সৌন্দর্যের অরণ্য ভূমি দ্বীপ মনপুরা,সুন্দরবনের আরেক নিদর্শন।।
জাবেদ মাহামুদ ফিরোজঃ-
পর্যটনের জন্য প্রচারাভিযান ভোলার পক্ষ থেকে এবার পর্যটকদের একটি প্রতিনিধি দল ভোলার মনপুরার পঁচা কোড়ালিয়া ভ্রমণ করেছে। শুক্রবার সকালে সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল হক অনুর নেতৃত্বে ৮০ সদস্যের একটি প্রতিনিধি দল ভোলা শহর থেকে মনপুরা যায়। সেখানে গিয়ে পর্যটকদল মনপুরার মিনি সুন্দরবনসহ উপজেলার বিভিন্ন পর্যটন ¯পট গুলো পরিদর্শন করে।
পর্যটনের জন্য প্রচারাভিযান ভোলার এবারের অভিযাত্রায় পর্যটকদল মনপুরার মিনি সুন্দরবন ভ্রমণে পর্যটকদের উৎসাহিত করার জন্য প্রচারাভিযানের উদ্যোগ গ্রহণ করে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল হক অনু সকলকে মনপুরার মিনি সুন্দরবন ভ্রমণের আহ্বান জানান। একই সঙ্গে তিনি মনপুরা উপজেলা প্রশাসনকে মিনি সুন্দরবনে পর্যটকদের জন্য অবকাঠামোগত পরিবেশসহ সার্বিক ব্যবস্থা গ্রহণের দাবী জানান।