বোরহানউদ্দিনে, খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ ইকবাল হোসেনঃ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভোলার বোরহানউদ্দিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর মঙ্গলবার বাদ আসরের নামাযের পরে বোরহানউদ্দিন কেন্দ্রীয় মডেল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন ভোলা ২ এর সাবেক এমপি, আলহাজ্জ হাফিজ ইব্রাহিম। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এ অবস্থা দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করছি এবং আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সঙ্গে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দ্রুত ফিরে আসবেন এই প্রত্যাশাও ব্যক্ত করছি।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, সদস্য সচিব এডভোকেট কাজী মোঃ আজম, যুগ্ন আহ্বায়ক কাজী শহিদুল আলম নাছিম ,পৌর বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান কবির মিয়া, যুগ্ন আহ্বায়ক ও বোরহানউদ্দিন বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ সহাবুদ্দিন বাচ্চু, বোরহানউদ্দিন বাজার কমিটির সভাপতি মোঃ নাছির আহমেদ বাকলাই, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার,সদস্য সচিব জসিমউদদীন খান, পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সী,সদস্য সচিব আবুজাফর মৃধা সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী গন।
