আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৫ ইং, ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

তজুমদ্দিনে জাতীয় সমবায় দিবস পালিত॥

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (১লা নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে। পরে একটি র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা আবু সাইদ আব্দুল্যাহ আল রুমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন, বোরহানউদ্দিন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রনজিৎ চন্দ্র দাস, তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমবায়ী হেলাল উদ্দিন লিটন, প্রেসক্লাবের আহ্বায়ক সাইদুল হক মুরাদ, এসডিএফের ক্লাষ্টার অফিসার মোঃ আব্দুল কাদের প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, তজুমদ্দিন সমবায় কার্যালয়ের সহকারি পরিদর্শক মুজাহার মনজু।

ফেসবুকে লাইক দিন