আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
  • মঙ্গলবার, ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৫ ইং, ১১ই জমাদিউল-আউয়াল, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিন পৌর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন -ধানের শীষে ভোট চেয়ে আনন্দ মিছিল

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৭ অক্টোবর সন্ধ্যায় বোরহানউদ্দিন পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় কুড়ালিয়া হাউজে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বোরহানউদ্দিন পৌর যুবদলের আহ্বায়ক হেলাল মুন্সি এবং সদস্য সচিব আবু জাফর মৃধা। এ সময় পৌর ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জাতীয়তাবাদী আদর্শের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং সাবেক এমপি হাফিজ ইব্রাহিম এর নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নেতাকর্মীরা ‘হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে ধানের শীষে ভোট দিন’ শ্লোগান দিতে দিতে মিছিল করেন। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১৯৭৭ সালের ২৭ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গণতান্ত্রিক আন্দোলন ও জনঅধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ফেসবুকে লাইক দিন