বোরহানউদ্দিনে গরিব ও অসহায়দের পাশে “এস এস মেডিকেল সার্ভিস”

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি: মানবতার সেবায় অনন্য উদ্যোগ নিয়েছে বোরহানউদ্দিন উপজেলার “এস এস মেডিকেল সার্ভিস”। গরিব ও অসহায় মানুষের চিকিৎসা সহজলভ্য করতে প্রতিষ্ঠানটি প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফ্রী মেডিকেল ক্যাম্প চালু করেছে।
এই ক্যাম্পে রোগীরা বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ পাবেন। চিকিৎসা দেবেন অভিজ্ঞ চিকিৎসক ডা. মাহাবুবুল হক, যিনি মেডিসিন, গ্যাস্ট্রোলজি, হার্ট, ডায়াবেটিস, শিশু ও চর্মরোগ বিষয়ে বিশেষজ্ঞ। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম হাওলাদার জানান, শুধু ফ্রি চিকিৎসাই নয়—মানবিক দৃষ্টিকোণ থেকে সকল ধরনের রক্ত, প্রস্রাব, সুগার, এক্স-রে ও অন্যান্য টেস্টে ৩০% ছাড় দেওয়া হবে। এতে করে অসহায় ও নিম্নআয়ের মানুষ সহজে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারবেন। “এস এস মেডিকেল সার্ভিস”-এর এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছেন। তারা বলেন, এমন মানবিক পদক্ষেপ গরিব মানুষের মুখে হাসি ফুটাবে।
