ভোলায় বিএনপি-বিজেপি কর্মী সভা নিয়ে উত্তেজনা, অপ্রীতিকর ঘটনা এড়ালেন সিনিয়র নেতার

নিউজ ডেক্স
ভোলার সদর উপজেলার ইলিশা জংশনে একই স্থানে বিএনপি ও বিজেপির কর্মী সভা অনুষ্ঠিত হওয়ায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তবে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয় উভয় পক্ষের কর্মসূচি।
রবিবার (২৪ আগস্ট) বিকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের মৌলভীরহাট হোসাইনিয়া কামিল মাদ্রাসার মাঠে এ কর্মী সভাগুলো অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব ইলিশা ইউনিয়ন বিজেপির সম্মেলন প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে। পরবর্তীতে স্থান পরিবর্তন করে মাদ্রাসার মাঠে সভা আয়োজন করা হয়। একই সময় ও একই স্থানে ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভার আয়োজন করা হয়।
নির্ধারিত সময়ে বিজেপির নেতাকর্মীরা তাদের সভাস্থলে এবং কাছাকাছি বিএনপির নেতাকর্মীরা নিজ নিজ সভাস্থলে উপস্থিত হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান নিয়ে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। তবে সিনিয়র নেতৃবৃন্দের সময়োপযোগী হস্তক্ষেপে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজেপির কর্মী সভায় চিহ্নিত আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিল। অন্যদিকে বিজেপির অভিযোগ, তাদের শান্তিপূর্ণ কর্মী সভা বানচাল করার জন্য বিএনপি একই স্থানে সভা আয়োজন করে।
বিজেপির সম্মেলন প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মনিরুল ইসলাম, উপজেলা বিজেপির সাধারণ সম্পাদক আবুল বাশার বুলবুল, যুব সংহতির সদস্য সচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক সর্দার কামাল হোসেন, উপজেলা ছাত্র সমাজের আহ্বায়ক পারভেজ হোসেনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
অন্যদিকে বিএনপির কর্মী সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ জাহের, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন কালাম, বিএনপি নেতা কামরুল মিয়া, আবদুর রহমান হাজারী (খান সাহেব), জেলা যুবদলের সহ-সম্পাদক সামিম আল মামুন, জেলা যুবদল নেতা জিয়াউর রহমান ফরাজী, ছাত্রদলের সাধারণ সম্পাদক সুমন, ছাত্রদল নেতা জুয়েল ফরাজী এবং মোঃ সোহেলসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।