আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ ইং, ১৩ই মুহাররম, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

ঝালকাঠির রাজাপুরে জমি দখলের চেষ্টা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের গোরস্থান রোড এলাকায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা, ভয়ভীতি ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার। শুক্রবার সকাল ১১টায় রাজাপুর সাংবাদিক ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার গোরস্থান রোড-ডাকবাংলো মোড় এলাকার বাসিন্দা মোঃ আব্বাস উদ্দীন হাওলাদার।
লিখিত বক্তব্যে তিনি জানান, তাদের পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে আত্মীয় জাহাঙ্গীর হাওলাদার, আলমগীর হাওলাদার ও শাহজাহান হাওলাদারের সাথে বিরোধ চলছিল। ওই জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গত দুই মাস আগে সাংবাদিক পরিচয়দানকারী কাউন্টার ব্যবসায়ী অহিদ সাইফুলের শাশুড়ি মাকসুদা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে। তদন্তভার পড়ে রাজাপুর উপজেলা ভূমি অফিসে।
সংবাদ সম্মেলনে আব্বাস উদ্দিন অভিযোগ করেন, গত ১৯ জুন বৃহস্পতিবার ভূমি অফিসের সার্ভেয়ার সরেজমিন পরিদর্শনে গেলে, ওই সময় অহিদ সাইফুল ও তার সঙ্গীরা সাংবাদিক পরিচয়ে প্রভাব খাটিয়ে তাদের দখলীয় জমির সীমানা প্রাচীর ভেঙে দেয় এবং ভয়ভীতি দেখিয়ে মাদকসহ বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেয়। একপর্যায়ে তার চাচাতো ভাই সাইদুলকে মারধর ও আরেক ভাই সিয়ামের মাথা ফাটিয়ে দেয় প্রতিপক্ষরা। এছাড়া তার মেয়ে হাসিকে লাথি মেরে হাড়ি-পাতিল ভাংচুরের ঘটনাও ঘটায় তারা।
আব্বাস উদ্দিন আরও দাবি করেন, অভিযুক্ত অহিদ সাইফুল নিজের আওয়ামী লীগের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে প্রভাব খাটিয়ে ক্ষমতা ব্যবহার করে অতীতে তাদের ও অন্যদেরও ভয়ভীতি ও হয়রানি করেছেন। তার বিরুদ্ধে ধর্ষণসহ একাধিক অভিযোগ রয়েছে এবং এক মামলায় তিনি জেলও খেটেছেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং আহত সিয়াম রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ফেসবুকে লাইক দিন