বোরহানউদ্দিনে কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃভোলার বোরহানউদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এই পার্টনার কংগ্রেস সভা অনুষ্ঠিত হয় বোরহানউদ্দিন উপজেলা কৃষি অফিসার গোবিন্দ মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার (কৃষি) মোঃ শামীম আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান, সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার ফাহিমা হক।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জুয়েল রানার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা,সমাজসেবা অফিসার মন্জুর এ এলাহী, পরিসংখ্যান কর্মকর্তা ননী গোপাল, জাতীয় সাংবাদিক সংস্থার বোরহানউদ্দিন উপজেলা সভাপতি অন্তর হাওলাদার, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আহমেদ, সহ সভাপতি নীল রতন, সাংবাদিক ইকবাল হোসেন, সাংবাদিক শরিফ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ সহ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।উপজেলার দেউলা গ্রামের কৃষক সেলিম মিয়া বলেন, পার্টনার প্রোগ্রামের আওতায় আমাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে শেখানো উপায়ে আমরা চাষাবাদ করে লাভবান হবো। চর গাজীপুর গ্রামের কৃষানি শিউলি আক্তার বলেন, পার্টনার স্কুলের প্রোগ্রামে আমাদের চাষাবাদের জন্য জমি তৈরি থেকে শুরু করে ফসল বিক্রি পর্যন্ত সকল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছেন। যার ফলে আমরা উপকৃত হয়েছি।
অনুষ্ঠানে উপস্থিত কৃষি কর্মকর্তারা, কংগ্রেসে প্যাকেজ প্রযুক্তিজ্ঞান, দৃষ্টিভঙ্গি ও ধারণা প্রকল্প এলাকায় কৃষি প্রযুক্তি, কৃষি যান্ত্রিকীকরণ,খাদ্য পুষ্টি, কৃষিপণ্য মুল্যশৃংখলা এবং পার্টনারের প্রযুক্তি ও কলাকৌশল সমূহের টেকসই বিষয়ক সমূহ নিয়ে আলোচনা করেন।