ঝালকাঠির কাঠালিয়ায় গাঁজাসহ একজন আটক, মূল হোতা পলাতক

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক পরিচালিত এক মাদকবিরোধী অভিযানে ১০০ (একশত) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে সাগর দাস (২২) নামে একজনকে আটক করা হয়েছে। তবে মূল অভিযুক্ত মোঃ সলেমান সিকদার (২৮) অন্ধকারের সুযোগে পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৪ মে ২০২৫ খ্রিঃ রাত ১০টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মোঃ মহিউদ্দিন আহমেদ পিপিএম এর নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়নের আমুয়া গ্রামে পলাতক আসামি মোঃ সলেমান সিকদারের বসতঘরের সামনে থেকে সাগর দাসকে আটক করা হয়। আটক সাগর দাসের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী, উপস্থিত সাক্ষীদের নিয়ে মোঃ সলেমান সিকদারের ঘরে তল্লাশি চালিয়ে শয়ন কক্ষের বিছানার নিচ থেকে আরও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত মোট ১০০ গ্রাম গাঁজা জব্দ করে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে আটকের চেষ্টা চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।