আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুন, ২০২৫ ইং, ২২শে জিলহজ্জ, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে স্কুল ও টোল চার্ট পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান।

মোঃ ইকবাল হোসেন: ভোলার বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান আজ বৃহস্পতিবার ২২ মে দুপুরে বিভিন্ন স্কুল, মাদ্রাসা পরিদর্শন ও ইটভাটায় অভিযান সহ বাজারের টোল চার্টার পরিদর্শন করেন ।
০১:৩০ মিনিটে দেউলা তালুকদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ০১(এক) জন শিক্ষক ছুটিতে ছিলেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতির হার গড়ে ৩০%। এছাড়া, দুপুর ১:৪০ মিনিটে ২৮নং ঝিটকা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে পঞ্চম শ্রেণিতে ১৯ জন শিক্ষার্থীর মধ্যে ৫ জন শিক্ষার্থী এবং ৪র্থ শ্রেণির ১৯ জন শিক্ষার্থীর মধ্য ০৪ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ৪র্থ শ্রেণির হাজিরা খাতায় ১৯ জন শিক্ষার্থীকে উপস্থিত দেখালেও বাস্তবে ৪ জন শিক্ষার্থী উক্ত শ্রেণিকক্ষে আজ উপস্থিত ছিলেন বলে শিক্ষার্থীরা জানায়। পরবর্তীতে দুপুর ০১:৫২ মিনিটে মজমেরহাট ফাজিল মাদ্রাসা পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে প্রতিষ্ঠানের কলাপসিবল গেট তালাবদ্ধ পাওয়া যায়। টিন সেড ভবনের একটি শ্রেণি কক্ষে একজন শিক্ষককে আরবি বিষয়ে পড়াতে দেখা যায়। এদের প্রত্যেকের বিরুদ্ধেই বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য বলেন নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান। দুপুর ০২:১৫ মিনিটে দেউলা ইউনিয়নের অন্তর্গত এমভিআই ব্রিকস এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে প্রকৃত মালিকপক্ষের কাউকে ইট ভাটার স্থলে পাওয়া যায়নি। ওই সময় ভাটায় শ্যামল চন্দ্র দাস (৪০), পিতা: সন্তোষ চন্দ্র দাস-কে পাওয়া যায়। তিনি ইট ভাটা পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র (আয়কয় ও ভ্যাট পরিশোধের চালান, পরিবেশের ছাড়পত্র) প্রদর্শন করতে পারেননি। পরবর্তীতে উক্ত ইট ভাটার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা এবং ইটভাটা পরিচালনার প্রয়োজনীয় কাগজপত্র (লাইসেন্স, আয়কয় ও ভ্যাট পরিশোধের চালান, পরিবেশের ছাড়পত্র) হালনাগাদ করা না পর্যন্ত ইট উৎপাদন এবং ভাটার ইট বিক্রয় সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট ইউনিয়নের প্রশাসক এবং ইউপি প্রশাসনিক কর্মকর্তার জিম্মায় দেয়া হয়।
দরুন বাজার ও মজমের হাটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে হাট-বাজারের টোল চার্ট টানানো হয়। পর্যায়ক্রমে সব বাজারেই এটা টানানো হবে। অভিযানে বোরহানউদ্দিন থানা পুলিশ, ফায়াস সার্ভস এবং দেউলা ইউনিয়নের প্রশাসকসহ সকল কর্মচারীবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন। বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, জনস্বার্থে এরূপ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন