আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৫ ইং, ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

তজুমদ্দিনে ফিলিস্তিনে সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ভোলার তজুমদ্দিনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ জামায়াতে ইসলামি তজুমদ্দিন উপজেলা শাখা।
এসময় ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে চাপ সৃষ্টি ও ব্যবস্থা নিতে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রতি আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। সোমবার (৭ এপ্রিল) দুপুর ২টায় উত্তর বাজার জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিল বের করে জামায়াতে ইসলামি বাংলাদেশ এবং একই স্থান থেকে বিকাল সাড়ে ৫টায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ। দুই বিক্ষোভে উপজেলার সর্বস্তরের ধর্মপ্রান মুসলমানরা বিক্ষোভ মিছিলে অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শশীগঞ্জ উত্তর বাজারে সমাবেশে মিলিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে দুটিতে বক্তব্য দেন জামাতে ইসলামি তজুমদ্দিন শাখার আমির মাও. মোঃ আব্দুর রব, ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাওঃ মোঃ জাফর আহমাদ, জামায়াতে ইসলামির সেক্রেটারী মাষ্টার মোঃ মহিউদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের সেক্রেটারী মাও. শোয়াইব আহমেদ শরীফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। বক্তারা বলেন, ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যায় ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে মারা যাচ্ছে। এই নির্মম হত্যায় মুসলিমের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ব বিবেক যেন নির্বিকার। ইসরাইলের এসব গণহত্যা ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করতে জাতিসংঘ ও বাংলাদেশের অন্তবর্তী সরকারের কাছে জোড়দাবী তুলছি। আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি এবং ন্যায়সংগত অধিকার না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।

ফেসবুকে লাইক দিন