আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৫ ইং, ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বোরহানউদ্দিনে তৌহিদী জনতার মিছিল ও সমাবেশ

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ভোলা প্রতিনিধিঃ ফিলিস্তিনে হামলার প্রতিবাদে ভোলার বোরহানউদ্দিনে মানিকার হাট বাজারে তৌহিদি জনতার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ) আসরের নামাজের পর এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল স্থল থেকে বিভিন্ন ধরনের স্লোগানে স্লোগানে ফিলিস্তিনি হামলার প্রতিবাদ জানানো হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জামায়াত নেতা মাওলানা নূরুল কারীম বলেন, এই ফিলিস্তিন মুসলমানদের কলিজার টুকরো। এখানেই রয়েছে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আ:) এর কবর। হযরত আইয়ুব (আ:) এর কবর। হযরত লুত (আ:) এর কবর। হযরত সোলাইমান (আ:) এর কবর। এই আকসা মুসলমানদের ১ম কিবলা। এখানেই ইমাম মাহাদীর আগমন হবে। এই ফিলিস্তিনেই হযরত ঈসা (আ:) এর আগমন হবে। এখানেই দাজ্জাল কে হত্যা করা হবে। অতএব এই ফিলিস্তিনের বুকে আঘাত করার মানে হচ্ছে গোটা মুসলিম উম্মার বুকে আঘাত করা। গোটা পৃথিবী যখন ইসরাইলের বিরোধিতা করছে তখন প্রতিবেশী রাষ্ট্র ভারত ইজরায়েলের পক্ষ অবলম্বন করছে। অতএব আগামী দিনে কোন ব্যক্তি বা দল যদি ভারতের দালালি করার চেষ্টা করে তাহলে তাদেরকে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করতে তৌহিদী জনতা বাধ্য হবে। ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে ইজরাইলের ধ্বংস ও ফিলিস্তিনিদের মুক্তি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেসবুকে লাইক দিন