ঝালকাঠি কাঁঠালিয়া উপজেলায় অবৈধ ৫টি ইটভাটা বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা

মোঃ মাছুম বিল্লাহ কাঠালিয়া উপজেলা প্রতিনিধি: ঝালকাঠি কাঁঠালিয়া উপজেলার অবৈধ ইটভাটা বন্ধে কাঁঠালিয়া উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পাঁচটি চলমান অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় পরিবেশ অধিদপ্তরের ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, পরিদর্শক সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ পুলিশ, এপিবিএন, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মোবাইল কোর্টে পাঁচটি চলমান ইটভাটার সব কয়টি চুলা ভেংগে আগুন নিভিয়ে ইট পোড়ানো বন্ধ করা হয়। তিনটি ইটভাটার ড্রাম চিমনি ভেংগে দেয়া হয় ও ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ) হাজার টাকা জরিমানা করা হয়। কাঁঠালিয়া উপজেলার সকল অবৈধ ইটভাটা বন্ধে মোবাইল কোর্ট চলমান থাকবে।