আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৫ ইং, ২৬শে রমযান, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

গোয়াল ঘর থেকে অস্ট্রেলিয়ান ৪ গাভী চুরি

মোঃ মাছুম বিল্লাহ কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম চুন্নু সিকদারের গোয়াল ঘর থেকে অস্ট্রেলিয়ান ৪টি গাভী চুরি করে নিয়ে গেছে চোরের দল।
আজ রোববার (৯ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজাপুর সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকার এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পূর্ব পরিকল্পিতভাবে সংঘবদ্ধ চোর চক্র এই চুরির ঘটনা ঘটিয়েছে। গোয়াল ঘর থেকে গুরু বিলে (ধানের ক্ষেত) নামিয়ে পিছনের রাস্তা দিয়ে গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে।
ভুক্তভোগী চুন্নু সিকদার জানান, প্রতিদিনের মতো রাতে গাভীগুলো গোয়াল ঘরে বেঁধে রাখি। সকালে উঠে দেখি গোয়াল ঘরের দরজা খোলা এবং গাভী গুলো নেই। অস্ট্রেলিয়ান ৪টি গাভী গরু চোর চক্র নিয়ে গেছে। গরু গুলোর দাম প্রায় ৫ লাখ টাকার বেশি ছিলো।
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। অভিযান চালিয়ে চোর চক্রদের আটকের চেষ্টা চলছে।’
এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদারের দাবি জানান স্থানীয়রা।

ফেসবুকে লাইক দিন