আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৫ ইং, ২৫শে জিলহজ্জ, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ইটভাটায় মাটি সরবরাহের লাইসেন্স বিহীন ট্রাকের জরিমানা

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ বোরহানউদ্দিনে অনুমতি ছাড়া ইটভাটার জন্য মাটি কাটার দায়ে জরিমানা
ভোলা’র বোরহানউদ্দিনে অনুমতি ছাড়া ইটভাটার জন্য মাটি কাটা ও পরিবহণ করার অপরাধে মাটি বোঝাই ২ টি ট্রাককে ৩০,হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার পৌর ৯নং ওয়ার্ডে খেয়াঘাট ব্রীজের উপর পৃথক দুটি অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. মেহেদি হাসান।
এবিষয় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রায়হানুজ্জামান জানান অনুমতি ছাড়া মাটি কেটে ইটভাটায় পরিবহন করার সময় রেজিষ্ট্রেশন বিহীন ও লাইসেন্স ছাড়া ড্রাইভিং করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে২ টি ট্রাককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এধরনের অভিযান অব্যাহত থাকবে।অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিনের থানা পুলিশ।

ফেসবুকে লাইক দিন