আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শনিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে জানুয়ারি, ২০২৫ ইং, ২৪শে রজব, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

মোঃ মাছুম বিল্লাহ কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কাঠালিয়ার শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্য, সাংবাদিক, সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
আজ ০৮ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় কাঠালিয়া অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষনা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন-কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্চয় দাস। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, রূপালী ব্যাংক ব্যবস্থাপক মোঃ নাঈমুর রহমান নাইম। অনুষ্ঠান শেষে শহীদ রাকিব হোসেন মা শিল্পী বেগম ও শহীদ সুজনের স্ত্রী জান্নাত এর হাতে প্রধান অতিথি উপহার সামগ্রী তুলে দেন। পরে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন