মনপুরায় বিএনপি নেতার বিরুদ্ধে অসত্য সংবাদ প্রচার, প্রকাশিত সংবাদে প্রতিবাদ।

মনপুরা প্রতিনিধিঃ- গত কয়েকদিন যাবত মনপুরায় আ.লীগের কর্মীকে চাকরি দিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীনের বিরুদ্ধে চাকুরীর তদবির শিরোনামে মিডিয়া প্রচার হয়। একটি মহল মুলত বিষয়টি স্থানীয় সংবাদপত্রের প্রতিবেদকে ভূল বুঝিয়ে ভিত্তিহীন অসত্য তথ্য প্রচার করেন। অভিযোগে বিষয়টি নিয়ে বিএনপি নেতা মাহাবুব আলম সাংবাদিকদের জানান, মনপুরা হাসপাতাল কর্তৃপক্ষ আউটসোর্সিং এর মাধ্যমে একজন এম্বুলেন্স চালক প্রয়োজন মর্মে মনপুরা উপজেলা বিএনপির কাছে একজন পেশাদার চালক দাবী করেন। বিষয়টি বিবেচনা করে পেশাদার চালক হিসাবে রুবেল নামক একজনকে মনপুরা নেতৃবৃন্দ সংশ্লিষ্ট ঠিকাদারের নিকট সুপারিশ করে। পরবর্তীতে চালক রুবেলের বিষয়ে বিভিন্ন মহল থেকে রাজনৈতিক প্রতিবাদ আশায়, তাৎক্ষণিকভাবে চালক রুবেলকে আউটসোর্সিং ঠিকাদার উল্লেখিত পদ থেকে প্রত্যাহার করে নেন। পরক্ষণে চালক রুবেলের পরিবর্তে উপজেলা বিএনপি’র এক কর্মীকে ঠিকাদার চালক হিসেবে নিয়োগ প্রদান করেন।। মূলত প্রকৃত ঘটনাটিকে আড়াল করে আমাকে হেও প্রতিপূর্ণ করার জন্য বিভিন্ন সংবাদকর্মী ও প্রতিবেদকদের ভুল বুঝিয়ে আমাকে জড়িয়ে ভিত্তিহীন অসত্য তথ্য প্রচার করা হয়। উক্ত অপপ্রচারের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উল্লেখ, চরফ্যাশন মনপুরা নিয়ে সংসদীয় আসন ভোলা-৪, উক্ত আসনটিতে বিএনপির সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের একান্ত বিশ্বস্ত আস্থাভাজন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম শাহিন। দলের দুর্দিনে মাহবুবুল আলম শাহীন একনিষ্ঠতা দক্ষতা দিয়ে মনপুরা বিএনপিকে সক্রিয় করে রেখেছেন। এক কথায় মাহবুবুল আলম শাহিন দলের একজন ত্যাগী কর্মী হিসাবেই সর্বমহলে পরিচিত। এছাড়া স্থানীয় সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের মায়ের নামে মনপুরায় প্রতিষ্ঠিত মনোয়ারা বেগম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে কর্মরত মাহাবুবুল আলম শাহিন।।