ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ পলিথিন রাখায় তিন ব্যবসায়ীকে অর্থদন্ড
কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করার দায়ে ৩ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নলছিটি শহরের হাইস্কুল রোডে অভিযান চালিয়ে তিন দোকানীকে ৫হাজার অর্থদন্ডের আদেশ নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। এ সময় ১১ কেজি ৭০০ গ্রাম পলিথিন জব্দ করা হয়।
অভিযান চলাকালে নলছিটি থানার সাব ইন্সপেক্টর হেমায়েত ও তার সহযোগী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় জানান, নিষিদ্ধ পলিথিন ব্যবহার ও বিক্রি করায় পরিবেশ সংরক্ষন আইনে ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে। এদের মধ্যে ব্যবসায়ী হানিফ হাওলাদারকে ৩ হাজার টাকা, শ্যামলকে ৫০০ টাকা, নাঈমকে ১৫০০ টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন এটা শুধুই ব্যবসায়ীদের সতর্ক করা হলো, পরবর্তীতে পলিথিন পেলে জরিমানা সহ শান্তি ভোগ করতে হবে। বিকল্প ব্যবস্থা না করে এ ধরনের অভিযান ও জরিমানা করায় ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় জনতা। অনেকে বলেছেন উপজেলা পর্যায়ে কেন জরিমানা করেন, যেখান থেকে উৎপাদন হয় সেখানে আগে বন্ধ করেন। দূষণ প্রতিরোধে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) সমাপ্তি রায়।