বামনায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় জামায়াতে ইসলামীর সিরাতুন্নবী (সা.) আলোচনা ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর ) উপজেলার ০৩ নং রামনা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে এ কর্মী সমাবেশ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
রামনা ইউনিয়ন শাখার জামায়াতে ইসলামীর সভাপতি ডাক্তার মাওলানা মোঃ আবু ছালেহ, সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আবু সালেহ সভাপতি রামনা ইউনিয়ন জামায়াতে ইসলামী।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন গোলাম রাব্বি, মাওলানা মাহবুবুল আলম, রিয়জুল ইসলাম রিয়াজ, বাকাবিল্লাহ মুসল্লী,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক আবদুল জলিল আকন্দ।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুর রহমান ১ নং বুকাবুনিয়া ইউনিয়ন শাখার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি।
এছাড়া জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবু বকর ছিদ্দিক।
এ সম্মেলনে বক্তারা বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর ধরে অনেক নির্যাতিত, নিপিরিত হয়েছি, আজকে আমাদের সু দিন এসেছে। আমরা কোন প্রতিশোধ নিব না, প্রতি হিংসার রাজনীতি করব না। আমরা পিছনের সব কিছু ভূলে যাব। অন্য সব দল দুনিয়ায় পাওয়ার জন্য করেছে, আমরা পরকালের জন্য রাজনীতি করব। আমরা ইসলামের আন্দোলনের পক্ষে আমাদের সকল অর্থ সম্পদ, এমন কি নিজেদের জীবন বিলিয়ে দিয়ে দলের জন্য কাজ করে যাব। ১৫ থেকে ১৬ টি বছর ফ্যাসিস্ট সরকার আমাদের উপর স্টিম রোলার চালিয়েছে। তারা আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে একটি নিকৃষ্ট রাজনৈতিক দল। বিগত আওয়ামী লীগ সরকার সারা দেশে প্রায় ৪০ হাজার নেতা কর্মীদের হত্যা করেছে।
তারা আরও বলেন বিগত দিনে আওয়ামী লীগ সরকার জামায়াতের অগ্রযাত্রা কোনোভাবেই রোধ করতে পারেনি। এ সময় বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকার পতনের আগে বৈষম্যবিরোধী ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যার করে এর বিচারের দাবি করেন তারা।