আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ শুক্রবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জুন, ২০২৫ ইং, ১৬ই জিলহজ্জ, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

কাঠালিয়ায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধিঃ “ দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করেন।
আজ ০১ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে একটি র‌্যালি বের হয়ে। পরে আলোচনা সভা, সনদ বিতরণ, উদ্যোগতাদের যুব ঋণ বিতরণ ও সমাজিক বনায়নের জন্য যুব সংগঠনের সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় দাস। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম ।
এ সময় উপস্থিত ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, উপজেলা মৎস্য অফিসার মোঃ রুহুল আমিন, কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মাদ মুজিবুর রহমান। অনুষ্ঠানে বিভিন্ন যুব সংগঠনের কর্মকর্তা ও সদস্য, সাংবাদিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন