আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ২৭শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৪ ইং, ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

বোরহানউদ্দিনে ড্রেনের স্লাব শিক্ষার্থী ও পথচারীদের জন্য যেন মরণফাঁদ

আরিফ পণ্ডিত, বোরহানউদ্দিন: ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর বাজারে থানার সামনে থেকে হাসপাতাল রোড সড়কের বেশ কয়েকটি জায়গায় ড্রেনের স্লাব (ঢাকনা) ভেঙে গেছে। ফলে ড্রেনের গর্তে পড়ে গিয়ে দুর্ঘটনার শঙ্কায় পথচারীরা। বিপজ্জনক এসব ফুটপাত দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়েই চলাচল করছে। বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ফুটপাতের এমনই বেহাল দশা। ঢাকনা না থাকার কারনে কয়েকটি স্থানে ডালপালা দিয়ে রাখা হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা সদরের পৌর এলাকার ব্যস্ততম সড়কের পানি নিষ্কাশনের জন্য এই সড়কে পৌরসভা থেকে ড্রেন নির্মাণ করে দেওয়া হয়। কিন্তু ড্রেনের ওপর স্লাব দেওয়ায় পথচারীরা এটি ফুটপাত হিসেবে ব্যবহার করে আসছিল। আর ড্রেনের পাশেই বাজারের সবচেয়ে বড় মার্কেট, সরকারি-বেসরকারি ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান,মসজিদ, মাদরাসা রয়েছে। ফলে দিনের বেশির ভাগ সময় ফুটপাতটি পথচারীদের দখলে থাকে। কিন্তু বোরহানউদ্দিন থানার সামনে থেকে হাসপাতাল সড়ক পর্যন্ত ড্রেনের কয়েকটি স্থানে দীর্ঘদিন যাবৎ স্লাব ভেঙে খোলা অবস্থায় পড়ে আছে। ব্যবসায়ীরা ওই সব ভাঙা স্থানে বাঁশ, কাঠ দিয়ে যাতায়াতের ব্যবস্থা করলেও অধিকাংশ স্থানে তা ভেঙে গেছে। ফুটপাত দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই ড্রেনের ওই উন্মুক্ত স্থানে পথচারী, সাধারণ মানুষসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।
আবদুল জব্বার কলেজের (নাম প্রকাশে অনিচ্ছুক) এক শিক্ষক বলেন, ‘ড্রেনের স্লাব না থাকায় স্কুল কলেজের শিক্ষার্থী, ও পথচারীদের প্রায়ই দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এ ছাড়া প্রতিনিয়ত ময়লার গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। দ্রুত এই সমস্যা সমাধান করা না গেলে, যে কারো দুর্ঘটনা ঘটতে পারে।
পথচারী মো: নাজিমুদ্দিন বলেন, ফুটপাত দিয়ে সারাদিনই মানুষ হাটাচলা করে, বোরহানউদ্দিনে ফুটপাতে ফল বিক্রেতা মোহাম্মদ বলেন, ‘আমার দোকানের সামনের স্লাবটি ভেঙে দীর্ঘদিন ধরে উন্মুক্ত অবস্থায় রয়েছে। প্রায়ই ওই গর্তে পড়ে শিক্ষার্থীসহ পথচারীরা দূর্ঘটনার শিকার হয়। ড্রেনে দ্রুত স্লাব বসাতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’
শিক্ষার্থী মো: মাহাদি বলেন, ড্রেনের স্লাব ভাঙা থাকায় আমাদের চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যেকোনো সময়ে খেয়াল না থাকলে পা পরে যেতে পারে। এতে মারাত্মক ক্ষতি হতে পারে।
স্থানীয় ফরাদ চৌধুরী বলেন, দীর্ঘদিন যাবৎ ড্রেনের স্লাব ভেঙে উন্মুক্ত অবস্থায় পরে আছে। অনেক যায়গায় গাছের ডালপালা দিয়ে রাখা হয়েছে। সড়কটি হাসপাতাল এরিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থান। অসংখ্য লোকজনের চলাচলের সড়ক। কখন কে দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারে তা বলা যায় না। পৌর সংশ্লিষ্টদের দৃষ্টি কমনা করছি।
এ বিষয়ে বোরহানউদ্দিন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি ) মোঃ মেহেদী হাসান ভোলার খবর পত্রিকার বোরহানউদ্দিন প্রতিনিধি রিপোর্টার্স ক্লাবের সভাপতি আরিফ পণ্ডিতকে বলেন, বিষয়টি এই প্রথম শুনেছি। সরেজমিনে পরিদর্শনে যাবো। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

ফেসবুকে লাইক দিন