ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মোঃ মাছুম বিল্লাহ কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠিতে ধ্রুবতারা ইয়ূথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২6 সেপ্টেম্বর) বিকালে ঝালকাঠি প্রেসক্লাব হলরুমে জেলা সভাপতি সৈয়দ হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সিইও অমিয় প্রাপণ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক মো: শাকিল রনি হাওলাদার, কেন্দ্রীয় কমিটির সদস্য মো: নিয়াজ মোর্শেদ, জেলা শাখার সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মো: উজ্জ্বল রহমান প্রমুখ।
সভায় ২০২৪-২৫ সেশনের জন্য সভাপতি হিসাবে সৈয়দ হান্নান ও সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান শাহিনকে মনোনীত করা হয়েছে। পরবর্তী ১০ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্র পাঠানোর জন্য কেন্দ্রীয় কমিটি থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে।