বামনায় সাংবাদিক মনোতোষের মায়ের মৃত্যু, বিভিন্ন মহলে শোক
বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনা উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও বামনা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সদস্য ও কালের কন্ঠের বামনা উপজেলা প্রতিনিধি মনোতোষ হাওলাদারের মা সুনীতি রানী হাওলাদার (৭৮) বার্ধক্যজনিত শনিবার রাত ৭ টা ৩০ মিনিটে নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য নাতি-নাতনী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রবিবার সকাল ৯ টায় মনোতোষ হাওলাদারের মায়ের মরদেহের অন্তোষ্ট্রিক্রিয়া সম্পন্ন হবে। তার মৃত্যুতে বামনা প্রেসক্লাবের সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করছেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বামনা প্রেসক্লাব সভাপতি মোঃ নেছার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা। বামনা উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্ঝর কান্তি বিশ্বাস ননী, উদীচী বামনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন সহ সকল নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।