বামনায় বাংলাদেশ জামায়েত ইসলামীর পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে।
বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় বাংলাদেশ জামায়েত ইসলামের পক্ষ থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ইসাহাকের পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বামনা সদর ইউনিয়নে বেবাজিয়াখালী গ্রামের শাহাদাত বরণকারী শহীদ ইসাহাক জোমাদ্দার এর পরিবারের কাছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুই লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন হেলাল, বরগুনা জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আফজাল হোসেন এবং বামনা উপজেলা আমির হাফেজ মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি মোঃ সাইফুল্লাহ মানসুর সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য বরগুনা জেলার ৬টি শহীদ পরিবারের প্রত্যেক পরিবার কে ২,০০,০০০/- (দুই লক্ষ) করে মোট ১২,০০,০০০/- (বার লক্ষ) টাকা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রদান করা হয়েছে।