বামনায় বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল
বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বামনায় বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওই সরকারের মন্ত্রী-সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সারাদেশে ন্যায় বরগুনার বামনা উপজেলা বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করেছেন।
দুপুর ১২ টায় বামনা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি চলাকালীন সমাবেশে সভাপতিত্ব করেন বামনা উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা। অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন বামনা উপজেলা বিএনপির সিনিয়ার যুগ্ম আহবায়ক এনায়েত কবির হাওলাদার, বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন হাওলাদারসহ বামনা উপজেলার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের প্রেতাত্মারা এখন বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া-মহল্লায় বিরাজমান, তারা যড়যন্ত্র করে যাচ্ছে। তাদের এ যড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। এর আগে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন স্থান থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন।