১৬ বছর পরে বামনায় জনসভা করলেন সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মনি
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ দ্বীর্ঘ ১৬ বছর পরে বামনা উপজেলা জাতীয়তাবাদীদল (বিএনপি’র) আয়োজনে জনসভায় বক্তব্য রাখলেন বরগুনা-২
(বামনা-পাথরঘাটা,বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ নূরুল ইসলাম মনি।
আজ বুধবার(১৪ আগষ্ট) বিকাল ৪টায় উপজেলার গোলত্বরে অবস্থিত স্মৃতিসৌধ পাদদেশে উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা’র সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান এনায়েত কবীর হাওলাদার, সদস্য মো. সালাহ উদ্দিন হাওলাদার।
এসময় আরো বক্তব্য দেন উপজেলা যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ। জনসভায় উপজেলার ৪টি ইউনিয়ন থেকে কয়েক হাজার নেতাকর্মী জনসভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমি দ্বীর্ঘ ১৬ বছর পরে আপনাদের মাঝে আসতে পেরেছি। এর জন্য বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রাণ ভরে দোয়া করছি। তাদের কারনে একটি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। আন্দোলনে নিহত সকল শহীদ শিক্ষার্থী ও আজ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর প্রথম মৃত্যু বার্ষিকী তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা কোন সহিংসতা করবেন না, সকলে সৌহার্দ্যপূর্ন আচরণ করবেন। আপনারা অশান্ত হলে আমাদের অর্জণ বৃথা যাবে।