ভোলায় স্যাপ বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস-২০২৪ পালিত
ডেস্ক নিউজ: মঙ্গলবার ১৩ আগষ্ট ২০২৪ প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে স্যাপ বাংলাদেশ এর আয়োজনে ভোলা সদর পূর্ব ইলিশা ইউনিয়ন পরিষদে আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষ্যে তাসনিম জেরিনের সঞ্চালনায় পূর্ব ইুলশা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে “তারুণ্য শক্তিই পৃথিবী বদলে যাচ্ছে” এ বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। পক্ষে দলের দলনেতা মিম আক্তার এর নেতৃত্বে মোসাম্মৎ মিম, সাদিয়া আক্তার এবং বিপক্ষ দলের দলনেতা মোঃ সুমন এর নেতৃত্বে মোসাম্মৎ রিমি ও সুরমা আক্তার অংশগ্রহণ করেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মতিউর রহমান খানমনিটরিং অফিসার, স্যাপ বাংলাদেশ, মোঃ বিল্লাল হোসেন জুয়েল, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ, মোঃ রুহুল আমিন টেকনিক্যাল অফিসার স্যাপ বাংলাদেশ। বিতর্ক শেষে বিচারক মন্ডলী উভয় দলের যুক্তি তর্কের বিবেচনায় পক্ষ দলকে বিজয়ী ঘোষণা করেন। অনুষ্ঠানে “তারুণ্য শক্তিই পৃথিবী বদলে যাচ্ছে” এ বিষয়ের উপর বক্তব্য উপস্থাপন করেন ভোলা সদর শিবপুর ইউনিয়নের বন্ধু ফোরামের সদস্য মোঃ তাহমিদ হোসেন আরাফ। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, স্যাপ বাংলাদেশের ভোলার শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তাসনিম জেরিনের, বিশেষ অতিথির বক্তব্যে মোঃ বিল্লাল হোসেন জুয়েল, সহকারী অধ্যাপক, সমাজকর্ম বিভাগ বাংলাবাজার ফাতেমা খানম কলেজ বলেন, তারুন্যেকে কোনভাবে সংজ্ঞায়িত করা যায় না। তারুণ্য হচ্ছে তার মানসিকতায়। আমরা প্রত্যেকে তারুন্য শক্তিকে অতীতের মতে কাজে লাগিয়ে দেশ গড়ার দৃঢ প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবো। নিজেকে একজন আদর্শ ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। স্যাপ বাংলাদেশ এর মনিটরিং অফিসার, মোঃ মতিউর রহমান খান বলেন, শুধু আন্দোলন ও সংগ্রামের মধ্যেই তারুণ্য থাকবে না তারুন্য শক্তি দিয়ে দেশ সেবাও নিজেদের নিয়োজিত করতে হবে। অনুষ্ঠান শেষে সকল অংশগ্রহণকারীকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।