আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ মঙ্গলবার, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ১৩ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী

বামনায় নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামত করলেন উপজেলা যুবদল।।

মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার বামনায় নিজ টাকায় হাসপাতাল সড়ক চলাচলের অনুপযোগী প্রায় ২০০ ফুট ভাঙ্গা রাস্তায় ‘ইটের আদলা’ ও বালি ফেলে মেরামত করে দিয়েছেন বামনা উপজেলা যুবদল।
এতে সড়কে চলাচলকারী অটো এবং টমটমের যাত্রী ও চালকসহ স্থানীয়দের ভোগান্তি অনেকটা দূর হয়েছে। সদর ইউনিয়নের ৫ নম্বর পশ্চিম সফিপুর গ্রামের হাসপাতাল সড়ক থেকে গাজীর পুল পর্যন্ত ২০০ ফুট ভাঙ্গা রাস্তা দীর্ঘদিন সংস্কার না করায় বড় বড় খানাখন্দকের সৃষ্টি হয়ে পানি জমে থাকে। এতে সড়ক চলাচলকারী অটো এবং টমটমের যাত্রীসহ সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। জনসাধারণের ভোগান্তি কমাতে উপজেলার যুবদল নিজ অর্থায়নে রাস্তা মেরামতের উদ্যোগ নেন। ১০তারিখ রোজ শনিবার বেলা ১১ ঘটিকায় ইটভাটা থেকে দুপর ২ টা প্রজন্ত কাজ করেন তারা। ইটের আদলা ও বালি কিনে সড়কের বড় বড় খানাখন্দকে ফেলে মেরামত করছেন।এই কাজে সহযোগিতা করছেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
যুবদলের আয়বায়ক খোরশেদ আলম দিপু সিকদার বলেন নেতাকর্মীদের নিয়ে রাস্তায় ইটের আদলা ও বালি ফেলছেন। পশ্চিম সফিপুর গ্রামের বাসিন্দা ওই সড়কে টমটম চালক আব্দুর রশিদ, পারভেজ এবং অটোচালক রফিক মিয়া ও রফিক জানান, রাস্তায় বড় বড় খানাখন্দক সৃষ্টি হওয়ায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে টমটম ও অটো চালাতে হতো। এতে যাত্রীদেরও খুব কষ্ট হতো। বামনা উপজেলার যুবদল নিজের টাকা দিয়ে রাস্তায় ইটের আদলা ও বালি ফেলে দেয়ায় তাদের খুবই উপকার হয়েছে।সড়কে চলাচলকারী গ্রামের বাসিন্দা ইব্রাহিম মিয়া, আবু আহমেদ, লাবু মিয়া বামনা উপজেলার যুবদলর উদ্যোগের প্রশংসা করেন।
বামনা উপজেলার যুবদল নেতারা বলেন, আমরা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার দিক নিদের্শনা অনুযায়ী এই রাস্তার কাজ করেছি। এই এলাকার প্রতিটি রাস্তা খানাখন্দক হয়ে গেছে। দীর্ঘদিন সংস্কার না করায় চলাচলে ভোগান্তি পোহাতে হতো। তাই তারা নিজ অর্থায়নে ইটের আলদা ও বালি ফেলে দিয়েছেন । তিনি আরো বলেন আমরা বামনার প্রতিটি রাস্তা মেরামত করবো।

ফেসবুকে লাইক দিন