আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ ইং, ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

রমজানকে ঘিরে দুলার হাটে কাঁচা বাজারের এর দাম বাড়তি ও লাগামহীন।

হাবিবুর রহমান (দুলারহাট থানা প্রতিনিধি): চরফ্যাশন উপজেলার দুলার হাট বাজারে রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পাশাপাশি পহেলা রমজান এ কাঁচা বাজার এর দাম উদ্যোগামী বলে অভিযোগ করছেন সাধারণ ক্রেতারা।
এ সময় তারা বলেন কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী রমজানকে ঘিরে কাচা বাজারের দাম বাড়িয়ে দিয়েছেন।যেমন রমজানের আগে যে বেগুন ছিল ৩০ টাকা কেজি দর তাই এখন কেজিপ্রতি ৫০ টাকা বেড়ে বাজারে বিক্রি হচ্ছে ৮০ টাকা, সিম প্রতি কেজি ছিল ২০ টাকা, তা এখন কেজি প্রতি ২০ টাকা বেড়ে বাজারে বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে, যে টমেটো গত তিন দিন আগে বাজারে বিক্রি হয়েছিল ২০ টাকা এখন তা কেজি প্রতি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে,যে শসা গত দুদিন আগে ছিল,প্রতি কেজি ৩০ টাকা,তা এখন ৩০ টাকা বেড়ে বাজারে বিক্রি হচ্ছে ৬০ টাকা।
যে করোলা কয়েকদিন আগে ছিল ৪০ টাকা কেজি, তা এখন কেজি প্রতি ৪০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকা। এ রেখা রমজানের আগের দিন প্রতি কেজি ছিল ২০ টাকা,
তা এখন ২০ টাকা কেজি প্রতি বেড়ে বিক্রি হচ্ছে ৪০ টাকা। এর পাশাপাশি বিভিন্ন ধরনের শাক সবজির দাম ও বৃদ্ধি পেয়েছে। সাধারণ ক্রেতা বলেন লাগামহীন দাম বাড়তির কারনে তাদের চাহিদা মতো বাজার কিনতে পারেন না।
এ সময় সাধারন ভোক্তারা আরো বলেন ভোক্তা অধিকার সংরক্ষন আইন অনুযায়ী প্রশাসন ধারা বাজার মনিটরিং করার দাবি জানান।

ফেসবুকে লাইক দিন