আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং, ১০ই জিলক্বদ, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

বিশ্বমুসলিমের ঐক্য-শান্তি-মুক্তি কামনায় নেছারাবাদ দরবারের বার্ষিক মাহফিল সম্পন্ন

মোঃ মাছুম বিল্লাহ, কাঠালিয়া প্রতিনিধিঃ গওছে যমান, কুতুবুল আকতাব, হযরত শাহ সূফী নেছারুদ্দীন আহমদ রহ.এর অন্যতম প্রধান খলীফা, উপমহাদেশের প্রখ্যাত আলেমেদ্বীন ও ইসলামী চিন্তাবিদ, সুলতানুল আরেফীন, শায়খে শরীয়ত অত-তরীক্বত, মহান পীর ও মুর্শিদ, মুজাদ্দেদে মিল্লাত, দার্শনিক হযরত কায়েদ ছাহেব হুজুর কেবলা রহ. প্রতিষ্ঠিত ঐক্যের মারকায, ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফ-কমপ্লেক্স ও দেশসেরা ঝালকাঠি এন এস কামিল মাদরাসার (২২ ও ২৩ ফেব্রুয়ারি) ২ দিনব্যাপী ৭৫তম বার্ষিক ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিল ঐক্যের কান্ডারী, ইসলামী চিন্তাবিদ ও গবেষক, হাদীয়ে যমান, মুর্শিদে বরহক, আমীরুল মুছলিহীন, শায়খুনা হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান নেছারাবাদী ছাহেব মাদ্দাযিল্লাহুল আলী’র ২২শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ-মাগরিব এফতেতাহী বয়ান এবং ২৪শে ফেব্রুয়ারি শনিবার বাদ-ফজর তানফীযী বয়ান ও আখেরী দোয়া-মুনাজাতের মাধ্যমে শেষ হলো।
মুহতারম নেছারাবাদী হুজুর তাঁর বয়ানে মুসলমানদের হৃত-গৌরব পুনরুদ্ধারে পারস্পরিক ঐক্য, ভালেবাসা, শ্রদ্ধাবোধ ও যোগাযোগ রক্ষায় পরামর্শ ও করণীয়; প্রকৃত-খাঁটি মু‘মেন, কামেল মুসলমান ও আল্লাহপাকের মুকাররব বান্দাহ হওয়ার নিমিত্ত পীর-মাশায়েখ আল্লাহর ওলীদের ছোহবত-সংস্পর্শ ও রোজানা-প্রত্যহ কিছুসময় যেকের-ফেকেরসহ নানাবিধ দিকনির্দেশনামূলক নছীহত-পরামর্শ প্রদান করেন।
প্রখ্যাত দার্শনিক ও সমাজ সংস্কারক, উপমহাদেশের খ্যাতিমান আধ্যাত্মিক পুরুষ হযরত কায়েদ ছাহেব হুজুর কেবলা রহ. প্রতিষ্ঠিত ঝালকাঠি নেছারাবাদ দরবার শরীফের ০২দিনব্যাপী ৭৫তম ঐতিহ্যবাহী বার্ষিক ঈছালে ছওয়াব ওয়ায-মাহফিলের ২য় দিনে (শুক্রবার) নেছারাবাদের জাঁনশীন পীর ছাহেব কেবলা, আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর তাঁর ভাষণে একথা বলেন। বাদ-ফজর শুরু হওয়া ২য় দিনের মাহফিলে সহস্রাধিক মুয়ালে­ম আগত মুসল্লীদের অযূ-গোসল, সূরা-কেরাত, নামায-যেকের, তসবী-তাহলীলের বাস্তব প্রশিক্ষণ প্রদান করেন এবং আমলী জিন্দেগী গঠনের জন্য অন্যান্যের মধ্যে ওয়াজ-নসীহত পেশ করেন। ঝালকাঠি এন এস কামিল মাদরাসার দেশবরেণ্য মুহাদ্দেস-মুফাসসেরগণসহ দেশের বিভিনাঞ্চল থেকে আগত হক্কানী ওলামায়ে কেরাম ও পীর ছাহেবান। মাঝে দুপুর ০১টা ৩০-এ জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এম.পি মহোদয়ের উপস্থিতি এবং তার শুভেচ্ছাবক্তব্য-শেষে ‘দস্তার বন্দি’ অনুষ্ঠানে হাফেয ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন হযরত নেছারাবাদী হুজুর।
মুহতারম নেছারাবাদী পীর ছাহেব কেবলা বলেন, ‘বাংলাদেশেও ব্যাপকভাবে আল্লাহ তায়ালার গযব নামানোর শেষ প্রক্রিয়া হিসেবে পাঠ্যপুস্তাকে নাস্তিক্যবাদিতা ঢুকিয়ে কুরআন-সুন্নাহ বিরোধী, ব্যাভিচার-বেলেল্লাপনায় আসক্ত মুসলমান নামধারী একদল শিক্ষিত দুনিয়ার কুকুর বানানোর অপচেষ্টা করা হয়েছে। আমরা নাস্তিক্যবাদীদের এই ভয়াবহ ষড়যন্ত্র থেকে দেশ রক্ষায়, ঈমান রক্ষায় ধর্ম-বর্ণ নির্বিশেষে সৃষ্টিকর্তায় বিশ্বাসী সকল ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাই। মানবজীবনের প্রধান কাজ তিনটি; মৃত্যুর আগ পর্যন্ত জীবন রক্ষা করা, কেয়ামত পর্যন্ত বংশ রক্ষা করা এবং আহকামে তকলীফিয়া অর্থাৎ সেচ্ছাপালনীয় শরয়ী-বিধানসমূহ পালন করা। আমি আপনাদের আহবান জানাচ্ছি, এই কর্তব্যসমূহ যথাযথভাবে পালনের নিমিত্ত ঘরে-ঘরে মক্তব তৈরি করে নাস্তিক্যবাদ প্রতিহত করুন। মনে রাখবেন, আওলিয়ায়ে কেরামের অনুসৃত পথে দৃঢ় এখলাস ও যেকের-ফেকেরের সঙ্গে অগ্রগামী হলে তা কেউ রুখতে পারে না। আল্লাহ আমাদের তৌফীক দান করুন। আমীন”
২৪শে ফেব্রুয়ারি, শনিবার বাদ-ফজর তানফীযী বয়ান এবং তওবায়ে মা‘ছিয়ত ও তওবায়ে এরাদত শেষে অশ্রুসিক্ত নয়নে লাখো মুছল্লীয়ানের আমীন, আমীন, ধ্বনিতে আখেরী দোয়া-মুনাজাতে মাহফিলে আগত ঐক্যকামী ধর্মপ্রাণ মুসলি­য়ান ও বিশ্বমুসলমানের ইহলৌকিক ঐক্য-শান্তি ও পারলৌকিক নাজাত-মুক্তি কামনা করা হয়।

ফেসবুকে লাইক দিন