আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৩ ইং, ১৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

আজ শুভ মধু পূর্নিমা

বিপ্লব মন্ডল (বিশেষ প্রতিনিধি): আজ শুভ মধু পূর্নিমা। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য আজকের দিনটি বিশেষ তাৎপর্য পূর্ণ। ভাদ্র মাসে এই তিথি আসে বলে একে ভাদ্র পূর্নিমাও বলা হয়। এই দিন বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ বিহারে বিহারে ত্রিপিটক পাঠ করেন,পূজা দেন এবং দান করেন। বৌদ্ধ ধর্মের বিশ্বাস মতে মধু পূর্নিমার ঐতিহাসিক ঘটনা হলো-
ভগবান বুদ্ধ এক সময় কৌশাম্বীতে বাস করতেন। যা বর্তমান ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদ থেকে ১২ কিলোমিটার দূরে। একদিন সেখানে বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে সামান্য ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাদে। বুদ্ধ তাদেরকে থামতে বলেন। এক পর্যায় তিনি সেখান থেকে পারিয়েল্য নামক নির্জন স্থানে চলে যান। একটি গাছের নিচে বসলেন। বুদ্ধকে দেখে একটি বানর বুদ্ধের জন্য মৌচাক সহ মধু নিয়ে আসলেন। ভগবান বুদ্ধ বানরের দেওয়া মধু পান করলেন। বানরটি আনন্দে গাছের এক ডাল হতে আরেক ডালে লাফাতে থাকেন। একপর্যায়ে বানরটি ডাল ভেঙে নিচে পড়ে মারা যায়। তখন বুদ্ধ ধ্যানের মাধ্যমে দেখলেন বানরটি স্বর্গ প্রাপ্ত হয়েছে।
এই কারনে বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভাদ্র মাসের পূর্নিমাকে মধু পূর্নিমা নামকরণ করেন। তাদের বিশ্বাস এই দিনে মধু দান করলে ভগবান বুদ্ধের সন্তুষ্টি লাভ করা যায়।
সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের ন্যায় বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরাও এই দিনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করছে।

ফেসবুকে লাইক দিন