এমপি মুকুল কে হত্যার হুমকির প্রতিবাদে পক্ষিয়া ইউপি সদস্যেদের সংবাদ সম্মেলন
এম এ অন্তর হাওলাদারঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার কর্তৃক ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ। আলী আজম মুকুল এমপি কে ভার্চুয়ালে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। হত্যার হুমকি সম্বলিত ভিডিওটি ৪ জুন, গত রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠে। এ ঘটনার পর থেকে উত্তপ্ত হয়ে উঠে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ হত্যার হুমকির প্রতিবাদে ১১ জুন, রবিবার দুপুর সাড়ে ১২টায় পক্ষিয়া ইউপি’র ৮ জন সদস্য উপস্থিত হয়ে বোরহানউদ্দিন শাহবাজপুর প্রেসক্লাব কার্যালয় সাংবাদিক সম্মেলন করেন।
পক্ষিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মো. হুমায়ুন কবির লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারের গ্রেফতারের দাবী জানিয়ে পরবর্তীতে ইউপি সদস্যেরা একত্রিত হয়ে এ চেয়ারম্যান কে অনাস্থা দেয়ার আইনি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান। এসময় উপস্থিত ছিলেন পক্ষিয়া ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল্লাহ আল নোমান, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হাবিবুর রহমান হাবু, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মহিউদ্দিন, ৯নং ওয়ার্ডের ইউপি সদদ্য মো. আলমগীর, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদুল ইসলাম রিপন, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সেলিম, ৭, ৮ ও ৯ ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য শিমু আক্তার প্রমূখ।