প্রবাসীর স্ত্রী পরকীয়ার টানে প্রেমিকের হাত ধরে উধাও
নাজমুল আহসান: পরকীয়ায় প্রেমিকের হাত ধরে উধাও প্রবাসীর স্ত্রী। জানা গেছে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সর্দার বাড়ির জাকির হোসেন দীর্ঘ দিন যাবত দুবাই প্রবাসী। বালিয়ার সাবেক মেম্বার দেলু মিয়ার কন্যা আইরিনের সাথে বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ৬ বছরের ১ কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর দীর্ঘদিন স্বামী জাকির প্রবাসে থাকার সুযোগে আইরিন তার পূর্ব পরিচিত জনৈক ব্যাক্তির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করেন। প্রবাসী জাকিরের অভিযোগ তাহার প্রবাস জীবনের সকল আয়ের টাকা ও স্বর্নালঙ্কারসহ বিশ লক্ষ টাকার মালামাল নিয়ে আইরিন পালিয়েছে। ভুক্তভোগী জাকির সুন্দরী বউ টাকা, গহনা হারিয়ে সর্বশান্ত।