আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৫ ইং, ১৩ই মুহাররম, ১৪৪৭ হিজরী
সর্বশেষঃ

পিরোজপুর কাউখালী‌তে মু‌জিববর্ষের ৭১ টি গৃহ হস্তান্তর।

এম এ অন্তর হাওলাদার: পিরোজপুরের কাউখালী উপ‌জেলার কচুয়াকাঠী ও পূর্ব আমরাজু‌ড়ি আশ্রয়‌নে মু‌জিবব‌র্ষে প্রধানমন্ত্রীর উপহার ৭১ টি সে‌মিপাকা গৃহ উপকার‌ভোগী‌দের মা‌ঝে বুধবার (৩১ মে)সকালে হস্তান্তর ক‌রা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত ছি‌লেন উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মে‌হের নিগার সুলতানা, কাউখালী সদর ইউ‌পি চেয়ারম্যান মোঃ মোস্তা‌ফিজুর রহমান, আমরাজু‌ড়ি ইউ‌পি চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হো‌সেন মুন্সী, কাউখালী সদর ইউ‌নিয়‌নের প্যা‌নেল চেয়ারম্যান ও ১ নং ওয়া‌র্ডের ইউ‌পি সদস্য মোঃ আকবর হো‌সেন দুলাল, ইউ‌নিয়ন ভূ‌মি সহকারী কর্মকর্তা মা‌নিক দাস, রিপন হালদার, মোঃ নজরুল ইসলাম, অ‌শোক কুমার দাস প্রমুখ। উৎসবমুখর প‌রি‌বে‌শে লটা‌রির মাধ্য‌মে গৃহ নির্বাচন করে উপকার‌ভোগী‌দের গৃ‌হের চা‌বি হস্তান্তর করা হ‌য়। এ সকল গৃ‌হের কবু‌লিয়ত, খ‌তিয়ান, ডি‌সিআর ও সার্টি‌ফি‌কেট ই‌তোপূ‌র্বেই উপকার‌ভোগী‌দের হস্তান্তর করা হ‌য়ে‌ছে। গত ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ভি‌ডিও কনফা‌রে‌ন্সিং এর মাধ্য‌মে এ সকল গৃহসমূহ উ‌দ্বোধন ক‌রেন এবং কাউখালী উপ‌জেলা‌কে ভূ‌মিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা ক‌রেন। উপ‌জেলা কাছাকা‌ছি হওয়ায় এই আশ্রয়‌নে মাথা গোঁজার ঠাঁই পে‌য়ে উপকার‌ভোগী‌রা খুবই আন‌ন্দিত।

ফেসবুকে লাইক দিন