বরগুনায় ডিবির অভিযানে ইয়াবা ব্যবসায়ী আটক
এম এ অন্তর হাওলাদারঃ বরগুনায় গত ১৬/০৫/২০২৩ খ্রিঃ রাত ১১.৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, বরগুনার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ মারুফ আহম্মেদ সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বরগুনা সদর থানাধীন পৌরসভার ৮নং ওয়ার্ডের নাথপট্টি লেকের পশ্চিম পাশে পাকা সড়কের উপর থেকে ধৃত আসামী ০১। কৃষ্ণ কর্মকার (৩০), পিং- মৃত ফনি ভূশন করমকার, সাং- নাটপট্টি লেকপাড় ৮নং ওয়ার্ড, বরগুনা পৌরসভা, থানা ও জেলা- বরগুনাকে ১৪ পিচ অবৈধ মাদক ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।।
এছাড়াও গত ১৭/০৫/২০২৩ খ্রিঃ রাত ০৭.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, বরগুনা’র অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম খান এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ জাহিদ হোসেন মিয়া সঙ্গীয় ফোর্সের সহায়তায় ধৃত আসামী ০১। তন্ময় কর্মকার(২৫), পিং- শ্যামল কর্মকার , সাং- কলেজ রোড ৮নং ওয়াড বরগুনা পৌরসভা, ০২। মোঃ ইউনুস চৌধুরী নোমান (২৬) পিং- আঃ রব, সাং- মুসলিম পাড়া, কলেজ রোড ৮নং ওয়ার্ড এবং ০৩। মোঃ তরিকুল ইসলাম (২৬) পিং-গোলাম সরোয়ার, সাং- আমতলার পাড় ৫নং ওয়ার্ড বরগুনা পৌরসভা, সকল থানা ও জেলা- বরগুনাগনকে ২৫ গ্রাম অবৈধ মাদক গাজা সহ গ্রেফতার করা হয়। বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।