মা, জননী- তাকি আহমেদ
তুমি বিনে শূন্য সবি, আঁধার ঘেরা এ ভুবন
জম্মেছি তোমার কোলে, ধন্য মোর জীবন।
তুমি মানে সর্বত্যাগী, দশমাস দশদিন পেটে রাখা
তুমি মানে জীবন বাজি রেখে,মোর ভুবন আলো দেখা।
তুমি মানে মাথায় হাত বুলিয়ে গাওয়া,ঘুমপাড়ানির গান
তুমি মানে বিনিদ্র রজনী, নির্জনে ক্রন্দন।
তুমি মানে বিশ্বব্যাংক, সুখ-দুঃখ জমা রাখা
তুমি মানে প্রধান বিদ্যাকেন্দ্র,আমার কথা শেখা।
তুমি মানে পড়তে না বসায়,বকুনি দেওয়া
তুমি মানে অজস্র কষ্ট, নিরবে সয়ে যাওয়া।
তুমি মানে শত ব্যাথাতেও, ক্ষমাসুলভ দৃষ্টি
তুমি মানে খাবার নিয়ে, পেছনে ছুটোছুটি।
তুমি মানে স্নেহময়ী, সন্তানের হাজার আবদার
তুমি মানে মিথ্যাবাদী, খেয়েছি আমি খাব না আর।
তুমি মানে মনবতার প্রেম, মমতার শিক্ষালয়
তুমি ছাড়া এ জীবন, বড়ই বিষণ্ণময়।
তুমি মানে প্রচণ্ড দুঃখে, আশ্রয়ের প্রত্যাশা
তুমি মানে রবের এক দান, অকৃত্রিম ভালবাসা।
তুমি মানে আদর্শনারী, আমার গর্ভধারিণী
এ ঋণ হবে নাতো শোধ,আমি যে চিরঋণী।