আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বুধবার, ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ ইং, ১১ই রবিউস-সানি, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ভোলায় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী পালিত

ভোলা প্রতিনিধিঃ ভোলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৫ তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে শনিবার সন্ধায় জেলা শিল্পকলা একাডেমীতে সদর উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপস্থাপক বাধন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রফেসর আব্দুল গফুর, অধ্যক্ষ, ভোলা সরকারী কলেজ, মুহাম্মদ আখতার হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (অ.দা)। অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধটি উপস্থাপনা করেন, মোঃ আব্দুল হালিম, সহকারী অধ্যাপক, সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ, ভোলা। এছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে নজরুলের গান ও কবিতা নিয়ে জেলা শিশু একাডেমী ও শিল্পকলার উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। সর্বশেষ নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের শিক্ষার্থ ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন