আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ সোমবার, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ ইং, ৫ই রবিউল-আউয়াল, ১৪৪৬ হিজরী
সর্বশেষঃ

ঈদুল ফিতরের কবিতা……

—ঈদ-জিয়াফাত———
তাকি আহমাদ
এক মাহেনা ঘিরে
সিয়াম এলো ঘরে ঘরে।
আনন্দের বন্যায় ভাসে
প্রতিটি মুসলিম পরিবারে ।
দিয়েছেন প্রভু এ মাস ঘিরে
অজস্র রহমাত
মোমিনের সাথি সিয়াম,সালাত
তাসবিহ, ও তিলাওয়াত ।
এক মাহিনা সিয়াম শেষে
আজ আখেরী ইফতার হবে ।
পশ্চিম নীলিমায় উদিল যে,
ঈদের চাঁদ ।
ঈদুল ফিতরের সুভাগমনে
বিদায়ের ধ্বনি সায়েম-এর কর্ণে
রহমাত,মাগফিরাত ও নাজাত ।
নতুন জামায় খুশবু মেখে
মুখে কিছু মিষ্টার্ণ দিয়ে
ছুটবে সবাই ময়দানেতে
ধনী-গরীব একই সাড়িতে
দু’হাত তুলে রবের তরে
মাঙবে মাগফিরাত ।
ভাইও,দোস্ত-দুশমন মিলে
ভেদাভেদ সব ছু্‍ড়ে ফেলে
করবে মুলাকাত ।
ঈদ মোবারক,ঈদ মোবারক।
গোরস্থানে যাবে সবে
চোখাশ্রুতে বুক ভাসিয়ে
করবে জিয়ারত।

ফেসবুকে লাইক দিন