ভোলায় আনন্দ পাঠশালা থেকে বর্ষসেরা ছাত্রী পুরুষ্কার প্রদান!!
এম এ রহিম!!
ভোলার সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে অত্যন্ত জনপ্রিয় ও জনবহুল আনন্দ পাঠশালা থেকে বর্ষসেরা ছাত্র পুরস্কার পেলেন রাইসা রহমান।। রাইসা রহমান ভোলা কালেক্টর স্কুল এন্ড কলেজে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।। গত ১বছরে শিক্ষা,সাহিত্য, সংস্কৃতি ও অধ্যানরত বিদ্যালয়ের ফলাফলের উপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কারটি বাছাই কমিটিতে ছিলেন, পরানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক ইব্রাহিম হোসেন, আনন্দ পাঠশালার সমন্বয়ক মেহেদী হাসান ও সাংবাদিক মোকাম্মেল হক মিলন।। মোট ৩০ জন ক্ষুদে সংগঠকদের মধ্য থেকে প্রায় সাত দিন যাচাই-বাছাই করে এ পুরস্কার প্রদান করা হয়।। আনন্দ পাঠশালা ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের,ভোলা ইউনিট এর যৌথ উদ্যোগে এ ধরনের কর্মসূচি গ্রহন করে এবং পুরস্কার বিতরণ করা হয়।। পুরুষ্কার বিজয়ী রাইসা রহমান উপস্থাপনা,কুইজ প্রতিযোগীতা, আবৃতি,চিত্রঙ্কান,পিটি প্যারেড,চিত্রঙ্কানসহ নানা প্রতিভা অধিকার লাভ করেন আনন্দ পাঠশালা থেকে। এ বছর শিশু অধিকার দিবসে জেলা প্রশাসন কার্যালয়ে শিশুদের অধিকার নিয়ে উপস্থিত বক্তব্য প্রদান করে রাইসা রহমান,বেশ জনপ্রিয়তা অর্জন করেন।।
উল্লেখ্য আনন্দ পাঠশালা প্রতি বছর এ ধরনের পুরস্কার ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে।।