কবি আব্দুল জলিল লেখা কবিতা – আমাদের মাদ্রাসা !!!
আমাদের মাদ্রাসা
আমাদের এই ছোট্ট গাঁয়ে গড়ে উঠেছে কোরআন শিক্ষার বাগান,সেই বাগানে শিক্ষার আলো ছড়াবে মোদের কচিকাঁচা সন্তান।।
আমাদের মাঝে নেইকো কোন প্রকার ভেদাভেদ,
পরের সন্তানকে আপন করে গড়বো সোনার দেশ।।
আধুনিক যুগের ছোয়া লাগিয়ে মাদ্রাসা করেছে নামকরন,
পারার জ্ঞানী ঘুনি জন একত্রে বসে নামটি হয়েছে আধুনিকরন।।
পারার প্রবীণ জন হতদরিদ্র থাকা সত্ত্বেও করে গিয়েছিলেন পবিত্র ঘর,কালের আবরনে ডাকা পড়া ছিল সুদীর্ঘ কয়েক বছর ধর।।
নবরূপে জেগে উঠেছে মোদের তরুণ প্রজন্মের দল,
তরুণ প্রজন্মের ছোঁয়া পেয়ে ফিরে আসে মাদ্রাসার বল।।
আমাদের মাদ্রাসায় কচিকাঁচা সন্তান দল বেঁধে আসে,
কোরআন হাদিসের সুরের ধ্বনি আলো বাতাসে ভাসে।।