ভোলার বন্দর নগরী ইলিশারুটে যুক্ত হয়েছে বিলাসবহুল লঞ্চ!!
আল মাহামুদঃ ভোলার বন্দরনগরী ইলিশা রুটে যুক্ত হয়েছে বিলাশ বহুল লঞ্চ রাজারহাট সি। ব্যবসায়ী ও ও অফিসগামী যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে ভোলা থেকে ডে সার্ভিসটি চালু হয়েছে। সকাল ৮টায় ভোলার দৌলতখান উপজেলা থেকে রওনা করবেন ঢাকার উদ্দেশ্যে এবং সকাল ১০টা ভোলার ইলিশা ঘাট থেকে ছেড়ে যাবে থাকার উদ্দেশ্যে রাজারহাট সি।। যাত্রীসেবার কথা বিবেচনা করে অত্যন্ত আধুনিকায়নের এই জাহাজটি এ রুটে সংযুক্ত করা হয়।। এই জাহাজে রয়েছে অত্যাধুনিক সকল ধরনের সুবিধা।।
আসছে বিস্তারিত…..