ভোলায় নার্সারি থেকে দুইটি গাঁজা গাছ উদ্ধার, আটক- ১
আশিকুর রহমান শান্ত ( বিশেষ প্রতিবেদক)
ভোলায় নার্সারি থেকে দুই কেজি চারশত গ্রামের দুইটি গাঁজা গাছসহ এক মাদক চাষিকে গ্রেফতার করেছে ভোলা টাউন পুলিশের একটি টিম। সোমবার (২০ জুন) ভোর রাতে ভোলা সদর টাউন পুলিশ ফাড়ীর এসআই (নিঃ) শ্যামল চন্দ্র সমদ্দার, এটিএসআই নীল রতন, সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরনোবাদের চৌমহনী নামক এলাকার আনন্দ বাজারের মানিক বেপারীর নার্সারি থেকে দুই কেজি চারশত গ্রামের দুইটি গাঁজা গাছসহ মানিক বেপারী (৫৫) কে গ্রেফতার করে। আটককৃত মোঃ মানিক বেপারী বাপ্তা ইউনিয়ন এর পশ্চিম চরনোয়াবাদ চৌমহুনীর ৯ নং ওয়ার্ডের আনন্দ বাজার এলাকার বাসিন্দা মৃত আঃ লতিফ বেপারীর ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আটককৃত মানিক বেপারী তাহার নিজ বাড়ীতে দুইটি গাঁজা গাছ রোপন করে গাজার ব্যবসা করছেন বলে গোপন সূত্রে জানতে পারি। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ভোর রাতে টাউন পুলিশের একটি টিম আটককৃত মানিক ব্যাপারীর বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে রোপনকৃত ২ কেজি ৪০০ গ্রাম ওজনের দুই টি গাজা গাছসহ তাকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হইতেছে।