ভোলায় বন্ধ হয়নি কুলি প্রথা, মটোর সাইকেল প্রতি ১২০ টাকা আদায়।।
ভোলা প্রতিনিধি!!
ভোলায় আজও বন্ধ হয়নি কুলি প্রথা, ভোলা জেলার বিভিন্ন উপজেলায় যাত্রীদের চলাচল ঘাটগুলো ঘুড়ে ভোলার খবরে ক্যামেরায় ফুটে উঠেছে ভোলার কুলিদের ক্ষমখেয়ালী মনভাব।। ইচ্ছে মত আদায় করছে টোল নামক অস্তিরতা।। আজ ভোলার ভেদুরিয়া লঞ্চ ঘাটে এক ভুক্তভোগী অভিযোগ করেন, ভোলা থেকে মটোর সাইকেল তুলতে ১২০ টাকা এবং লাহার হাটে গিয়ে নামাতে ১২০টাকা করে আদায় করছে ঘাটে কুলি নামক অসদাচরণ কারীগন।।
কুলি প্রথা নিয়ে আসছে বিস্তারিত ২য় পর্বে…….