ভোলা সরকারি কলেজে আইন সহায়তা শিক্ষামূলক সেশন আয়োজন করে লিগ্যাল এইড
অনলাইন ডেস্ক :
বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান” এই শ্লোগানকে সামনে রেখে ভোলা লিগ্যাল এইড আয়োজন করে একটি শিক্ষামূলক সেশন। সোমবার (৬ জুন) বিকালে ভোলা সকারি কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিনামূল্যে আইনগত সহায়তা বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক।
ভোলা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ মিজানুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠিত সেশনে প্রধান অতিথির বক্তব্যে জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হক উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা চলার পথে শুধু একটি কথা মনে রাখবে যে, তোমার কথায় কাজে বা আচরনে কেউ যেনো কষ্ট না পায়। বরং তোমাদের আশপাশে যারা অর্থের অভাবে আইনি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তাদেরকে লিগ্যাল এইডের বিনামূল্যে আইনি সহায়তার পরামর্শ দিবে। এতে করে সমাজের অসহায় লোকটি যেমন সরকারি সুবিধা পাবে তেমনি তুমিও সমাজে ভালো বা পরোপকারি বলে সম্মানিত হবে। তিনি আরো বলেন, তোমরা ভালো মানুষ হলেই আমাদের আগামী দিনের পৃথিবীটা আরো সুন্দর হবে”।
অনুষ্ঠানে উপস্থিত ভোলা কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীর উদ্দেশ্যে লিগ্যাল এইড এর সুবিধা সম্পর্কে আরো বক্তব্য রাখেন ভোলার অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অসীম কুমার দে, লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারি জজ সাব্বির মোঃ খালিদ ও ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ গোলাম জাকারিয়া। ভোলা সরকারি কলেজে অনুষ্ঠিত সেশনে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ এনায়েত উল্লাহ, সহযোগী অধ্যাপক মোহাম্মদ উল্লাহ ও সহযোগী অধ্যাপক জামাল হোসেন। অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা জেলা ও দায়রা জজ মোঃ মহসিনুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।