ভোলায় তরুন সাংবাদিক কর্মশালা ও ইফতার আয়োজন ।।
দিদার হোসেনঃ-
ভোলার তরুণ সাংবাদিকদের নিয়ে নিউজ লেখার কৌশল বিষয়ক কর্মশালা ও ইফতারের আয়োজন করেছে ভোলার খবর পরিবার। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বাংলা স্কুল মোর ভোলার খবর মিডিয়া সেন্টারে এই কর্মশালা ও ইফতারের আয়োজন করা হয়। প্রায় ১৫ তরুন লেখক ও তরুন সাংবাদিক এ প্রশিক্ষনের অংশগ্রহণ করেন। ভোলার খবর পত্রিকার প্রধান ভোলা সম্পাদক ভোলার সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন এর সভাপতিত্বে আলোচনা প্রদান করেন ভোলা প্রেসক্লাব সহ-সভাপতি অধ্যাপক জুন্নু রায়হান (চ্যানেল নিউজ ২৪) এবং মোঃ শহিদ তালুকদার,সাধারন সম্পাদক, ভোলা জেলা রিপোর্টাস ইউনিটি।।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, ভোলার মিডিয়া বন্ধু মনির আহাম্মেদ, ভোলার খবর পত্রিকার নির্বাহী সম্পাদক জে এম ফিরোজ।।