ভোলায় মানবিক জেলা ছাত্রলীগের মাসব্যাপী ইফতার বিতরণ শুরু
ভোলার খবর ডেস্ক :
পবিত্র রমজান মাস উপলক্ষে ভোলা জেলা ছাত্রলীগ কতৃক আয়োজিত গরীব, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কার্মসূচি শুরু করা হয়। সোমবার (১১ এপ্রিল) ৫টা ৩০ মিনিটে কালীবাড়ি রোড মোড়ে আনুষ্ঠানিক ভাবে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রাইহান আহমেদ। জেলা ছাত্রলীগ সভাপতি ভোলার খবর ‘কে জানান, আজ থেকে আমরা এ ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি। এর ধারাবাহিকতা মাসব্যাপি অব্যাহত থাকবে । এতে নিম্ন আয়ের মানুষ সহ হতদরিদ্রদের আমরা ইফতার দিয়ে থাকি, এ পবিত্র রামজানে রোজা রেখে আমাদের কাছথেকে ইফতার পেয়ে তারা খুশি হয়। প্রতিদিন প্রায় শতাধিক মানুষ এ ইফতার পেয়ে থাকে।ইফতার পাওয়া একজন রিকশা চালক বলেন, এরকম ফ্রিতে আমরা ইফতার পেয়ে অনেক খুশি। আমি প্রতিদিন বিভিন্ন মোড় থেকে ইফতার পেয়ে থাকি। এরকম কার্যক্রমকে সাধুবাদ জানায়।ছাত্রলীগের মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলা জেলা ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি জাকিয়া অমি, সহ সভাপতি মোঃ ফাহিম, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক নেওয়াজ শরীফ কুতুব, সালমান গোলদার সহ আরও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী বৃন্দ।