আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে চান? - বিস্তারিত
ঢাকা আজঃ বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং, ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরী
সর্বশেষঃ

ফিফা র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলো ব্রাজিল

 

ক্রিড়া প্রতিবেদক:

সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে দুর্দান্ত ফুটবল খেলেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির বিপক্ষে ঘরের মাঠে ৪-০ গোলে জিতেছে। বলিভিয়া সফরে গিয়ে জয় তুলে নিয়েছে ৪-০ গোলে। সেলেকাওরা বড় ওই দুই জয়ের সুফল পেয়েছে র‌্যাংকিংয়ে।

বৃহস্পতিবার ফিফার ঘোষিত সর্বশেষ র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছে নেইমার জুনিয়র-থিয়াগো সিলভার দল। পাঁচ বছরের বেশি সময় পরে র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলো দলটি। এর আগে ২০১৭ সালের ১০ আগস্ট ঘোষিত র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখলে নিয়েছিল দলটি।আগের র‌্যাংকিংয়ে শীর্ষে ছিল বেলজিয়াম। তারা নেমে গেছে দুইয়ে। তবে দুই দলের পয়েন্টের পার্থক্য খুব বেশি নয়। ব্রাজিল পাঁচ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে। র‌্যাংকিংয়ে পরের পাঁচ দল জায়গা ধরে রেখেছে। ফ্রান্স আছে তিনে, আর্জেন্টিনা চারে। ইংল্যান্ড পাঁচে ও বিশ্বকাপ থেকে বাদ পড়া ইতালি আছে ছয়ে। স্পেন সাতে জায়গা ধরে রেখেছে।সেরা দশে ঢুকেছে মেক্সিকো। তাদের র‌্যাংকিং নয়। তারা ডেনমার্ককে হটিয়ে জায়গা দখল করেছে। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১৮৬তম অবস্থানে। লাল-সবুজের প্রতিনিধিরা দুই ধাপ পিছিয়েছে। মঙ্গোলিয়ার বিপক্ষে গোল শূন্য সমতা করায় ১৮৪ অবস্থানে থাকা মঙ্গোলিয়াও দুই ধাপ পিছিয়ে ১৮৬তে নেমে গেছে।

ফেসবুকে লাইক দিন