পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় বাংলার সমৃদ্ধির নাবিকরা
ইউক্রেনের বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’তে রাশিয়ার রকেট হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে বাকিরা নিরাপদে জাহাজের ভেতরে অবস্থান করছেন। পরবর্তী সিদ্ধান্ত সরকার থেকে যেভাবে আসবে, সেভাবেই অবস্থা বুঝে পদক্ষেপ নেওয়া হবে। কোনো ধরনের সুযোগ এলে সেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।