ইউক্রেনে রাশিয়ার হামলায় হতাহত ৪ শতাধিক
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) দপ্তর জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার আক্রমণে এখন পর্যন্ত ৪০৬ জন বেসামরিক নাগরিক হতাহতের শিকার হয়েছেন। এর মধ্যে নিহত হয়েছে অন্তত ১০২ জন।
গত বৃহস্পতিবার নিরাপত্তার অজুহাত তুলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের সেনাবাহিনীকে ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন। এরপর রুশ বাহিনী স্থল, আকাশ এবং নৌপথে দেশটিতে আক্রমণ শুরু করেন। খবর আলজাজিরার।